অনলাইনে সেবা রপ্তানির অর্থ সংগ্রহের শর্ত শিথিল
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে বলেছে, এখন থেকে সেবা রপ্তানির বিনিময়ে পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডাররা (ওপিজিএসপি) সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত দেশে আনতে পারবেন।
এতোদিন এই অর্থের পরিমাণ ছিল সর্বোচ্চ ২ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা ওই সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যাতে সহজে তাদের অর্থ দেশে আনতে পারেন সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এর আগে ২০১২ সালের ৭ অগাস্ট এক সার্কুলারে গেটওয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের সীমা ৫০০ মার্কিন ডলার থেকে ২০০০ ডলার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার জারি করা সার্কুলারে সেই সীমা বাড়িয়ে ২০০০ ডলার থেকে ৫০০০ ডলার করা হয়েছে।
অনলাইনে ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, আউটসোর্সিংসহ নানা ধরনের তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি করছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা।
এর আগে এসব সেবা থেকে উপার্জিত ২ হাজার ডলারের বেশি আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ‘সি’ ফর্মে ঘোষণা দিতে হতো।
তবে এখন প্রতি লেনদেনে ৫ হাজার ডলার পর্যন্ত সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ‘সি’ ফর্মে ঘোষণা করার প্রয়োজন হবে না।
ওপিজিএসপি সেবা দেওয়ার জন্য ২০১১ সালের আগস্ট মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।