অবিলম্বে এইচ.এস.সি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ
চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর উচ্চ মাধ্যমিক কলেজের চূড়ান্ত পরীক্ষার ফল বিপর্যয়ের ফলে ভুক্তভোগী প্রায় ৫০০ শিক্ষার্থীবৃন্দ অদ্য ২৩ আগস্ট সকাল ১১ টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে মুরাদপুরে মানববন্ধন করে এক বিশাল জমায়েত নিয়ে একটি মিছিল নগরীর মুরাদ পুর থেকে জিইসি মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অবস্থান করে। শিক্ষার্থীদের একমাত্র দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কর্তৃপক্ষের যথাযথ খাতা মূল্যানয়ন না করে আমাদের ভবিষ্যত নিয়ে কোন ধরণের চিনিমিনি খেলার অধিকা তাদের নেই। সমাবেশ থেকে আগামী ২৪ আগস্ট সকাল ১০ টায় পুনরায় চট্টগ্রামের সকল কলেজে শিক্ষার্থীবৃন্দ নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হবে।