এমোনিয়াম গ্যাসে আক্রান্তদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

আনোয়ারায় সিইউএফএল এর সন্নিকটে বিসিআইসি’র নিয়ন্ত্রানাধীন ডিএপি সার কারখানার এমোনিয়াম ষ্টোরেজ ট্যাংক লিকেজের ঘটনায় নিঃসৃত গ্যাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে ২৩ আগষ্ট ২০১৬ খ্রি. মঙ্গলবার, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। তিনি অত্র হাসপাতালের ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সাথে সাক্ষাত করে তাদের স্বাস্থ্যগত নানা বিষয়ে খোঁজ খবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে আক্রান্ত রোগীদের বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য যে, গত রাতে গ্যাস নিঃসৃত হওয়ার খবর পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট এলাকা থেকে আক্রান্তদের উদ্ধার ও চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পৌছে দেয়া এবং সুচিকিৎসার বিষয়ে মনিটরিং করেন মেয়র। সিটি মেয়র হাসপাতাল পরিদর্শন এবং রোগীদের খোঁজ খবর নেয়ার সময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. এম এ হাসান, অধ্যাপক ডা. অশোক দত্ত, বিএমএ’র সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামিম,যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য ডা. রেজুয়ান রায়হান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু, সিটি মেয়রের সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, চসিক জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031