‘নিখোঁজ’ সাত শিক্ষার্থীর তালিকা পুলিশকে দিয়েছে কর্তৃপক্ষ!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ‘নিখোঁজ’ সাত শিক্ষার্থীর তালিকা পুলিশকে দেওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৫ আগস্ট) এসব শিক্ষার্থীর পরিচয়সহ তালিকা স্থানীয় হাটহাজারী থানায় দেওয়া হয় বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাতজন শিক্ষার্থীর পরিচিতিসহ তালিকা আমরা প্রক্টর কার্যালয়ে পাঠিয়েছি। যাচাইবাছাই শেষে সেসব শিক্ষার্থীর তালিকাটি থানায় দেওয়ার কথা ছিল। তবে পুলিশকে এখনও সেই তালিকা দেওয়া হয়েছে কিনা জানি না।’ এই সাত শিক্ষার্থীকে নিখোঁজ বলতে রাজি নন উল্লেখ করে অধ্যাপক কামরুল হুদা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ-ইনস্টিটিউট থেকে ১০ দিনের বেশি অনুপস্থিত আছে এমন শিক্ষার্থীদের তালিকা আমাদের কাছে পাঠানো হয়। আমরা পুনরায় সেসব শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করি। এর মধ্যে সাতজন শিক্ষার্থীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। তাদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এমন কি তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হই।এ জন্য তাদের তালিকা পুলিশকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুলিশই তাদের বিষয়ে তদন্ত করুক, খুঁজে বের করুক।’ তবে সেসব শিক্ষার্থীর নাম বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল  বলেন, ‘আমরা এখনও সেরকম কোনো তালিকা পাইনি।’ তবে বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ইতিমধ্যেই পুলিশকে সেই সাতজন শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রাঙ্গামাটিতে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান : একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য —মোহাম্মদ মোশারফ হোসেন খান সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না—এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031