বাইশারীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সাথে পুলিশের সভা

॥ মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করার লক্ষে পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ আবু মুসা আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে জরুরী সভা করেছেন। শুক্রবার ১২ আগষ্ট সকাল ১০টায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে এসআই আবু মুসা বলেন- আপনারা সরকার ও পুলিশের অংশ। পুলিশের পাশে থেকে তৃণমূল পর্যায়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণে আন্তরিক ভাবে সহযোগিতা করা আপনাদের পবিত্র দায়িত্ব। চুরি, ডাকাতি, খুন খারাপি, নাশকতা ও জঙ্গীবাদ নির্মূলে আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। আপনাদেরকে সংশ্লিষ্ট পুলিশ তদন্তে কেন্দ্রে নিয়মিত রির্পোট করতে হবে। এলাকায় কোন আগন্তক ব্যাক্তি, সন্দেহভাজন কেউ, অপরাধী, অচেনা কারো আনা গুনা হলেই পুলিশকে জানাতে হবে। তাছাড়া বাইশারীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে ইতিমধ্যে ওয়ার্ড মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের পক্ষে দফাদার নুরুল আমিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, তারা এখন অসহায়। ডিউটি করার মত সরঞ্জাম, পোষাক, জুতাসহ অনেক কিছু অভাব রয়েছে। যার কারণে তারা সমাজে অবহেলিত।
নবাগত ইনচার্জ মোঃ আবু মুসা আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের বিষয়টি আগামী ১৪ই আগষ্ট পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) মহোদয় বাইশারীতে সফরে এলে অবহিত করার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এএসআই. ওমর ফারুক, এএসআই সোলেমান ভূঁইয়া, গ্রাম পুলিশের দফাদার নুরুল আমিন, আনসার-ভিডিপি ইউনিয়ন কমান্ডার মোঃ কালু। এছাড়া ইউনিয়নের আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মাসের ব্যবধানে বাইশারীতে পরপর দুইটি হত্যাকান্ড সংঘটিত হওয়ায় প্রশাসনে নিরাপত্তার পাশাপাশি নবাগত ইনচার্জ মোঃ আবু মুসা ১লা আগষ্ট যোগদানের পর থেকে গ্রাম, পাড়া, মহল্লা, বাজার, বৌদ্ধ মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা কমিটি গঠনের মাধ্যমে রাত্রিকালীন পাহারা বসিয়ে নিরাপত্তা জোরদার করেছেন। যাতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেজন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031