॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ৬৯ পদাতিক ব্রিগেডের নতুন যোগদানকৃত বিগ্রেড কমান্ডার মুহম্মদ যুবায়ের সালেহীন এনডিইউ, পিএসসি।
গতকাল সোমবার সকাল ১১টায় বান্দরবান বিগ্রেডের হলরুমে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় অনুষ্টান অনুষ্টিত হয়। মতবিনিময় অনূষ্টানে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের জিটু মেজর আবু সাঈদ মোহাম্মদ মেহেদী হাসান। এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক ওসমান গণি, দৈনিক যুগান্তর প্রত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি এনামুল হক কাশেমি, দৈনিক জনতা পএিকার প্রতিনিধি এম এ হাকিম চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ, জিটিভির বান্দরবান প্রতিনিধি মো: ইসহাক, চ্যানেল আইয়ের বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল, এনটিভির বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়া, বাংলাভিশন প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, দৈনিক সাংগু প্রত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি এইচ এম স¤্রাট, মোহনা টেলিভিশন ও দৈনিক গিরিদর্পনের বান্দরবান প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন, দৈনিক আজকের র্দপণ বান্দরবান প্রতিনিধি বাতিং মারমা, ডেইলি ্ষ্টার পএিকার প্রতিনিধি সনজয় কুমার বড়–য়াসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মতবিনিময় সভায় ৬৯ পদাতিক ব্রিগেডের নতুন যোগদানকৃত বিগ্রেড কমান্ডার মুহম্মদ যুবায়ের সালেহীন এনডিইউ পিএসসি বলেন, পার্বত্য এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সকলের দায়িত্ব। পার্বত্য এলাকার চাঁদাবাজি বন্ধে এলাকার সকলকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাসীেেদর অবস্থান ও চাঁদাবাজি পয়েন্ট ও চাঁদাবাজদের সঠিক তথ্য সেনাবাহিনীকে দিয়ে এলাকার সম্প্রীতি রক্ষায় সকলের আরো বেশি বেশি অংশগ্রহনের কথা ব্যক্ত করেন নবাগত বিগ্রেড কমান্ডার।
এসময় বিগ্রেড কমান্ডার আরো বলেন, পার্বত্য এলাকায় সেনাবাহিনী দুর্গম এলাকায় কাজ করছে শুধূ জনগণের নিরাপত্তার জন্য তাই জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে সেনাবাহিনীর সাথে যোগাযোগ ও পার্বত্য এলাকায় বিশৃংখল সকল কর্মকান্ডের তথ্য সেনাবহিনীকে প্রদান করে রাষ্টের নাগরিকের দায়িত্ব পালনে পার্বত্য এলাকার জনসাধারণ আরো অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তিনি এসময় সাংবাদিকদের যে কোন সংবাদ প্রকাশে তথ্যভিত্তিক, নিরপেক্ষতা ও গঠনমুলক সমালোচনা করার আহবান জানান। সাংবাদিকদের তিনি এমন খবর প্রকাশ না করার অনুরোধ করেন যাতে করে পার্বত্য এলাকার বিভিন্ন জাতিগোষ্টির সমস্যা সৃষ্টি হয়। বিগ্রেড কমান্ডার তার বক্তব্যে সাংবাদিকদের লেখনির মধ্য দিয়ে সৎ নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি অটুট রাখার আহবান ও জানান।
![](https://samonnoynews24.com/wp-content/uploads/2025/01/Pic-22-02-2025-1.jpg)