॥ রাহুল বড়–য়া ছোটন,বান্দরবান ॥ বান্দরবানে ইউনিয়ন পরিষদের ১৫ বৎসরের নির্বাচিত সাবেক সদস্য ও বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বিশিষ্ট উপজাতীয় নেতা মংপু মারমা জনসংহতি সমিতির বাহিনী কর্তৃক অপহরণসহ অব্যাহত খুন, গুম চাঁদাবাজীর প্রতিবাদে ও মংপু মারমাকে অবিলম্বে মুক্তির দাবিতে এবং অপহরণকারী জনসংহতি সমিতির সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বান্দরবান জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২আগষ্ট) সকাল ১১টায় বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল উত্তোর সমাবেশে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, আওয়ামীলীগ নেতা ডাঃ মানস দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লা মং মারমা, সাংগঠনিক সম্পাদক ও ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, বান্দরবান জেলা মহিলা আওয়ামীগের নেত্রী ও বান্দরবান পৌরসভার সংরক্ষিত ৪,৫, ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সালেহা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শামসুল ইসলামসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা-উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীগণ উপস্থিত ছিলেন।