বারৈয়াঢালা নারায়ন আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ মাধবানন্দ মহারাজের ১৩৯ তম আর্বিভাব তিথি উদযাপিত

॥ নীরদ বরন মন্ডল, মিরসরাই ॥ শ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজের ১৩৯ তম  শুভ আর্ভিবাব তিথি অত্যন্ত ভাব গার্ম্ভির্যের সাথে গতকাল শ্রী শ্রী নারায়ন আশ্রমে অনুষ্ঠিত হয়েছে। নারায়ন আশ্রম পরিচালনা পরিষদের উদ্যোগে গুরু মহারাজের এই শুভ অনুষ্ঠান ছিল ভক্ত শিষ্যদের এক মহা মিলন মেলা। গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো অধিবাস কীর্ত্তন, গুরুপূজা, মঙ্গলারতি, জাগরন কীর্ত্তন, ঠাকুরের বাল্যভোগ, গীতা ও ভাগবত পাঠ, শ্রী শ্রী গুরুপূজা, সমবেত উপাসনা, মধ্যাহ্ন ভোগ প্রদান, ভোগারতি, গুরুদেবের দিব্য জীবনীর উপর আলোচনা, ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দুইদিন ব্যাপী মুখরিত ছিলো শ্রী শ্রী মাধবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত এই পূন্যভূমি নারায়ন আশ্রম।
উক্ত অনুষ্ঠানে গুরুদেবের জীবনী শীর্ষক ধর্মালোচনা সভায় বারৈয়াঢালা নারায়ান আশ্রমের পরিচালনা পরিষদের প্রথম সহ সভাপতি বিশিষ্ট ধর্মানুরাগী শ্রী নাথুরাম নাথ তার সভাপতির ভাষনে বলেন, শ্রীমৎ মাধবানন্দজী হচ্ছে আমাদের ইহকাল পরকালের পরম হিতকারী প্রাণপুরুষ, মহারাজজীর দয়া ও করুনার কোন পারাপার নাই। মাধবানন্দ মহারাজজী হচ্ছেন পরম দয়ালু, তার একটু শরনাপন্ন হলেই কেউ তার কৃপা থেকে কোনদিন বঞ্চিত হন না তবে তার কাছে ভুল করলে এমনিতেই ভুলের মাশুল পেয়ে যায়। শ্রী নাথুরাম নাথ বলেন, আমাদেরকে এই মহারাজজীর প্রতিষ্টিত পিঠস্থানকে আরো একটি উন্নত প্রাতিষ্ঠানিক ভক্তবান্ধব পূন্যস্থানে রুপান্তরিত করতে সকল ভক্ত শিষ্য অনুরাগীদের কে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। বারৈয়াঢালা নারায়ন আশ্রমের পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক শ্রী ননী গোপাল দেবনাথ বারৈয়াঢালা নারায়ন আশ্রমের আরো অনেক অসম্পূর্ন প্রাতিষ্ঠানিক কাজ এগিয়ে নিয়ে বাবার করুনা লাভের জন্য সকলকে প্রতি শ্রুক্র বারে আশ্রম অঙ্গনে আসার জন্য আহবান জানান। তিনি উক্ত অনুষ্ঠান নির্বাহ করতে সকলের সার্বিক সহযোগীতার জন্য গুরুদেবের চরনে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করেন। উক্ত সভায় রাখেন অধক্ষ্য শ্রী সুনিল বন্ধু নাথ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সর্বশ্রী সুভাস চন্দ্র দাশ, মিলন চন্দ্র শীল, সন্তোষ চৌধুরী, নীরদ বরন মন্ডল, শিবু চন্দ্র দাশ, প্রদীপ কুমার নাথ, প্রভাত কুমার নাথ প্রমুখ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031