ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশ ব্যাংকিং খাতের উন্নয়নে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিক রিসার্চের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। ব্যাংকিং পেশায় নিয়োজিত ব্যক্তিদের মাঝে সামাজিক যোগাযোগ জোরদার করার মানসে এ প্রজন্মের সম্ভাবনাময়ী তরুণ ব্যাংকারদের প্লাটফর্ম ‘ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশ’ এর উদ্যোগে মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক উন্মুক্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মতবিনিময় সভায় সংগঠনের আজীবন সদস্যরা ছাড়াও চট্টগ্রাম অঞ্চলের তরুণ ও অভিজ্ঞ ব্যাংকাররা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সৈয়দ আহসানুল আলম তরুণ ব্যাংকারদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণরাই একদিন এদেশের ভবিষ্যত গড়বে ও জাতিকে নেতৃত্ব দিবে। তিনি আরো বলেন, ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং জগতের মুখপাত্র হিসেবে কাজ করবে এবং ব্যাংকিং শিল্পের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশের সভাপতি জনাব শাকিল মাহমুদের সভাপতিত্বে ও জনাব জাভেদ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন ও জনাব ইকবাল পারভেজ ও যুগ্মসম্পাদক আবু তৈয়ব। সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জনাব শাকিল মাহমুদ। এ ছাড়াও মতবিনিময় সভায় ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।