॥ রামগড় প্রতিনিধি ॥ খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সন্মিলিতভাবে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী হেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এ যুদ্ধে সকলকে সামিল হওয়ার আহবান জানান তিনি।
বৃহষ্পতিবার বিকেলে জেলার রামগড় উপজেলায় বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
রামগড় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য একেএম আলীম উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, সাবেক সভাপতি মো: মোস্তফা হোসেনে, সদস্য সচিব কাজী নুরুল আলম, বিএনপি থেকে যোগদানকারী সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহম্মদ রিপন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে রিয়াজ আহম্মদ রিপনের নেতৃত্বে বিএনপির ৫শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন।