শিরোনাম
প্রচ্ছদ / খাগড়াছড়ি / রামগড়ে বিএনপির ৫শতাধিক নেতাকমী আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে

রামগড়ে বিএনপির ৫শতাধিক নেতাকমী আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে

॥ রামগড় প্রতিনিধি ॥ খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সন্মিলিতভাবে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী হেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এ যুদ্ধে সকলকে সামিল হওয়ার আহবান জানান তিনি।
বৃহষ্পতিবার বিকেলে জেলার রামগড় উপজেলায় বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
রামগড় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য একেএম আলীম উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, সাবেক সভাপতি মো: মোস্তফা হোসেনে, সদস্য সচিব কাজী নুরুল আলম, বিএনপি থেকে যোগদানকারী সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহম্মদ রিপন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে রিয়াজ আহম্মদ রিপনের নেতৃত্বে বিএনপির ৫শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন।

পড়ে দেখুন

পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা রেলপথে যুক্ত হচ্ছে ৩ পার্বত্য জেলা

॥॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিন পার্বত্য জেলায় …