রোয়াংছড়িতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার উদ্বোধন
বিশ্বের সাথে তাল মিলিয়ে দুর্গম রোয়াংছড়ির
শিক্ষার্থীদের হাতের মুঠোয় এখন বিশ্ব—প্রধানমন্ত্রী
॥ রোয়াংছড়ি সংবাদদাতা ॥ বিশ্বের সাথে তাল মিলিয়ে দুর্গম এলাকার বান্দরবান জেলা রোয়াংছড়ির শিক্ষার্থীদের হাতে মুঠোয় এখন বিশ্ব। দেশে-বিদেশের নানা খবরা খবর শিক্ষার্থীরা স্কুলে ক্লাসে রুমে বসে জানতে পারছে। পুস্তকের পাঠ্যসূচি ক্লাসে বসে কম্পিউটার থেকে ধারণা পাচ্ছে শিক্ষার্থীরা। এসব সুবিধা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার স্থাপনের মাধ্যমে।
রোয়াংছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার ভিডিও কমফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন জাতি জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশ রতœ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ আগষ্ট) সকাল ১০টার অনুষ্ঠিত রোয়াংছড়ি সরকারী উচ্চবিদ্যালয়ে ভিডিও কমফারেন্সে হলে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পার্থপ্রতিম দেব, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক দিলীপ কুমার বণীক, বান্দরবান জেলা পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, বান্দরবানে জেলা আ.লীগে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: ইসলাম বিবি, রোয়াংছড়ি উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন এবং নবাগত নির্বাহী কর্মকর্তা মো: দাউদ হোসেন, বান্দরবানে জেলা আ.লীগে যুগ্ন সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, জেলা আ.লীগে যুগ্ন সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলায় পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা,রোয়াংছড়ি উপজেলা আ.লীগে সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।
আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী,রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, প্রধান শিক্ষক আব্দুস সবুর, সিনিয়র সহকারি শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা।
এসময় অনুষ্ঠানে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীর এবং আ.লীগে জেলা-উপজেলা অঙ্গসযোগী সংগঠনে নেতা কর্মীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।