এমআই-৮ পরিবহন হেলিকপ্টারটি ইদলিব প্রদেশে ভূপাতিত হয়। এতে তিন ক্রু এবং দুই কর্মকর্তা ছিলেন। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।
হেলিকপ্টারটি আলেপ্পোতে মানবিক ত্রাণ সরবরাহ করে ফিরছিল। তবে কোন গোষ্ঠী এটিকে ভূপাতিত করেছে তা স্পষ্ট জানা যায়নি।
ইদলিবে কট্টরপন্থি জিহাদি দলগুলোসহ বিদ্রোহী দলগুলোর জোটগুলোও শক্তিশালী অবস্থানে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং ছিন্নভিন্ন দেহ দেখা গেছে। আশেপাশে ঘুরতে দেখা গেছে সশস্ত্র কিছু মানুষও।
রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের গুরুত্বপূর্ণ সমর্থক। তারা সরকার পন্থি বাহিনীকে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানোয় সহায়তা করছে।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরুর পর থেকে রাশিয়া এর আগেও সামরিক বিমান খুইয়েছে।
জুলাইয়ে পালমিয়ায় আইএস দুটি হেলিকপ্টার ভূপাতিত করে রাশিয়ার দুই পাইলটকে হত্যা করে।
এছাড়া, গত নভেম্বরে সিরিয়ার তুরস্ক সীমান্তে রাশিয়ার একটি এসইউ-২৪ জঙ্গিবিমান ভূপাতিত হয়ে পাইলট নিহত হয়। পাইলট উদ্ধার অভিযানে যাওয়া হেলিকপ্টারও ভূপাতিত হয়ে এক রুশ মেরিন সেনা নিহত হয়।
সিরিয়ার সরকারি বাহিনী গতমাসে আলেপ্পোয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের কয়েকটি অংশের সংযোগ বিচ্ছিন্ন করেছে।
সিরিয়া এবং রাশিয়া সেখানে বেসামরিক নাগরিকদের মানবিক ত্রাণ সরবরাহের জন্য এবং আত্মসমর্পণ করতে ইচ্ছুক বিদ্রোহীদের জন্য একটি করিডোর খুলেছে।