॥ দীঘিনালা প্রতিনিধি ॥ খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপি নেতা বাদল খাঁ হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- নাসির পিসি, নাসির হোসেন, সিদ্দিক ও আনোয়ার হোসেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এর আগে সোমবার সকালে নিজ বাসায় বাদল খাঁ’র জবাই করা লাশ পাওয়া যায়। পাশে তার স্ত্রী কুলসুম বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কুলসুম বিবিকে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি হাসাপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহত বাদল খাঁ’র শালা আবু বক্কর সিদ্দিক অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) কুলসুম বিবির জ্ঞান ফিরেছে। সে এখন শংকামুক্ত।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন জানান, বাদল খাঁ দীঘিনালা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন।