॥ আহমদ নবী, কাপ্তাই ॥ কাপ্তাই হ্রদে প্রতিদিনই কিছু কিছু পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে সহসাই সাপীলওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হতে পারে। আসামের লুসাই পাহাড় থেকে নেমে আসা পানি এবং মাঝে মাঝে হালকা বৃষ্টিপাতের কারনে হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। হ্রদে বর্তমানে পানি রয়েছে ১০৮.৪৬ এমএসএল (মীন সী লেভেল)।
রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ১০৬.৯০ এমএসএল। হ্রদে পানি ধারন ক্ষমতা ১০৯ এমএসএল। রোববার (২ অক্টোবর) ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। এগুলোর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
কাপ্তাই পিডিবি কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আবদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের স্বার্থে হ্রদের পানিকে যথা সম্ভব কাজে লাগানো হচ্ছে। আপাতত স্পীলওয়ে ছাড়ার কোন সম্ভাবনা নেই, তবে পানির চাপ বেড়ে গেলে আজ অথবা আগামীকাল স্পীলওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছাড়া হতে পারে। পরীক্ষা মুলকভাবে বর্তমানে স্পীলওয়ের ২টি গেইট সামান্য ছাড়া হয়েছে।
স্পীলওয়ে ছাড়া হলে নিম্নাঞ্চল রাঙ্গুনিয় ও রাউজানের কিছু অংশ প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে। অপরদিকে হ্রদে পানি বৃদ্ধি হলে রাঙ্গামাটির হ্রদ সংলগ্ন বিভিন্ন এলাকায় কিছু কিছু বসতবাড়ী পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝুলন্ত ব্রীজ ইতিমধ্যে পাািনতে ডুবে গেছে।