ছাগলের পেট থেকে জন্ম নেয়া মানুষ আকৃতির বাচ্চা দেখতে শত শত মানুষ ভিড় নুর আলমের বাড়িতে
সংবাদদাতা বান্দরবান ঃ বান্দরবানে ছাগরের পেট থেকে জ্ন্ম নিলো মানুষ আকৃতির বাচ্চা। এটি দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছে লামা উপজেলার সদর ইউনিয়নের দরদরা ঝিড়ি এলাকার নুর আলমের বাড়িতে। মঙ্গলবার ভোর রাতে এই বাড়ির পোষা একটি ছাগল তিনটি বাচ্চা প্রসব করে। দুটি বাচ্চা স্ব্াভাবিক আকৃতির হলেও অন্যটির মুখ মন্ডল ছিল অনেকটাই মানুষের মুখের আকৃতির। গায়ে কোন লোমও ছিল না। তবে জন্মের কয়েক ঘন্টা পর সেটি মারা যায়। এদিকে এ খবর ছড়িয়ে পরলে মানুষ আকৃতির বাচ্চাটি দেখতে শত শত লোক ভিড় করে নুর আলমের বাড়িতে। নুর আলমের স্ত্রী কহিনুর বেগম জানান, তার পোষা ছাগল থেকে প্রথমে দুটি বাচ্চা প্রসব হয়। পরে মানুষের চেহারার আকৃতির বাচ্চাটি জন্ম নিলে আমরা সবাই ঘাবড়ে যাই। বাচ্চাটির মুখমন্ডল ছিল অনেকটা মানুষের চেহারার মত। চোখ নাক কান দেখতে সবই ছিল। তবে মাথার পেছনের অংশ ছাগলের মত হলেও গায়ে কোন লোম ছিল না। জন্মের বেশ কয়েক ঘন্টা পর সেটি মারা যায়। লামা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সুফিয়ান সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর আমিও ছাগলের সেই বাচাচাটি দেখতে যাই। সেখানে অনেক মানুষ জড় হয়ে ছাগলের অদ্ভুত বাচ্চাটি দেখছিল। মানুষের ভিড় বেড়ে যাওয়ায় পরে অবশ্য মৃত বাচ্চাটি মাটিতে পুতে ফেলা হয়।