॥ সাহেল রানা, দীঘিনালা ॥ পবিত্র সাদা মনে দান করলে পূর্ণ হয়, সকল ধর্মের বানী মানজাতির কল্যানের জন্য বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
তিনি বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কামাকুছাড়া ধমাংকু বৌদ্ধ বিহারের ২৬ তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্যে এই কথাগুলো বলেন।
পাবর্ত্য ভিক্ষু সংঘের সাদা মনের মানুষ মহামান্য তিলোকান্দ্রো মহাথেরো। সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য আ্যাড. আশুতোষ চাকমা ও মহিলা সদস্যা মিস শতরুপা চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ মোহন চাকমা প্রমূখ।
দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানের ধর্মীয় দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন, অংমিয়ং ভাবনা কেন্দ্রের পরিচালক প্রধান ধর্মলোচক জ্ঞানান্দ্র মহাথেরো।
উল্লেখ্য যে সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বিহারের নতুন ভবন নির্মানে ভিত্তিপ্রস্থ স্থাপন উদ্বোধন করেন।