॥ লংগদু প্রতিনিধি ॥ বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতি- গ্রস্থদের দেখতে গেলেন ২৪পদাতিক ডিভিশনের জিওসি জাহাঙ্গির কবির তালুকদার, ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান। উভয়ই আলাদাভাবে দুরছড়ি বাজারে পৌছেন এবং ক্ষতিগ্রস্থ বাজার ঘুরে ঘুরে দেখেন। এসময় তারা ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে বিভিন্ন খোঁজ খবর নেন।
শুক্রবার (২১ অক্টোবর) লংগদু সেনা জোনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলায় সংঘঠিত এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুরছড়ি বাজার পরিদর্শন করেছেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি জাহাঙ্গির কবির তালুকদার। তিনি দুরছড়ি বাজারে অগ্নিদুর্ঘত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন। এরপর তিনি ক্ষতিগ্রস্থদের দুইশত পঞ্চাশ পরিবারের মাঝে ১০কেজি হারে চউল সহ তেল, লবন, পেয়াজ, আলু, সব মিলে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের ত্রাণ বিতরণ করেন।
এছাড়া লংগদু জোনের উদ্যোগে অগ্নি ক্ষতিগ্রস্থদেরকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
২৪পদাতিক ডিভিশনের জিওসি জাহাঙ্গির কবির তালুকদার ত্রান বিতরণ কালে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, অগ্নি দূর্ঘটনা যাতে বার বার না ঘটে তার জন্য পরিকল্পনা করতে হবে। এবং সে পরিকল্পনা অনুযায়ি স্থাপনা তৈরী করা হলে ও সচেতন থাকলে ক্ষয়-ক্ষতির পরিমান অনেক ক্ষম হবে। আমার পক্ষে যতটুকু সম্ভব সব ধরণের সহযোগিতা দিয়ে যাব।
এসময় খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেডের বিগ্রেড কমান্ডার এসএম মাহাবুব উল আলম, লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আলীম চৌধুরী, রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তারেক বে-নজীর আহম্মেদ, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম আজম সহ বিভিন্ন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডের দিন সেনা বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ লোকজনদের নিকট রান্না করা খবার বিতরণ করা হয়।
অপর দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান দুরছড়ি বাজার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে তিনি বাজারের মন্দির মাঠে এক সংক্ষিপ্ত সভায় তিনি ক্ষতিগ্রস্থদের জন্য জনপ্রতি বিশ কেজি চাউল ও নগদ পাঁচশত টাকা হারে বরাদ্ধ দেন। এবং বাজার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহনের ব্যাপারে আশ্বাস দেন। এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহি অফিসার মোঃ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বাঘাইছড়ি ইউ আর সি আবু মুসা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৃহষ্পতিবার দুরছড়ি বাজারে সাড়ে এগারটার সময় একটি লেপের দোকান থেকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ২শত ৮০ টি ছোট বড় দোকান পুড়ে যায়। এতে ২৫০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এতে কমপক্ষে আশি কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সূত্র জানায়।