শিরোনাম
প্রচ্ছদ / খাগড়াছড়ি / পার্বত্য ভূমি কমিশনের কাজে কারও আতঙ্কিত হওয়ার কিছু নেই ———–ভূমি কমিশন চেয়ারম্যান

পার্বত্য ভূমি কমিশনের কাজে কারও আতঙ্কিত হওয়ার কিছু নেই ———–ভূমি কমিশন চেয়ারম্যান

॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ভূমি কমিশনের কার্য্যালয়ে সাংবাদিকদের বলেন, কমিশনের কাজে কারও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের কাজের ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন,“কমিশন কারও ওপর জুলুম, অন্যায় করবে না। কমিশনের কাজের ওপর আস্থা রাখুন। কমিশনকে কাজ করতে দিন। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের বিভিন্ন সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন ২০১৬’-এর বিরুদ্ধে হরতাল কর্মসূচি পালনসহ বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের দাবি, কমিশনের বেশির ভাগ সদস্য ক্ষুদ্র নৃগোষ্ঠী হওয়ায় বাঙালিদের স্বার্থবিরোধী ভূমিকা পালন করতে পারেন।
চেয়ারম্যান আনোয়ার সবাইকে সহনশীলতার সঙ্গে সহাবস্থানের আহ্বান জানিয়ে বলেন, সরকার সকল নাগরিকের জন্য; পাহাড়ি কিংবা বাঙালির জন্য নয়। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির আলোকে ভূমি আইন হয়েছে। এখানে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে অযৌক্তিক কিছুই করা হবে না।
হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়ে, কারও কোনো অভিযোগ থাকলে তা কমিশনকে জানানোর আহ্বান জানান চেয়ারম্যান। তিনি বলেন, চেয়ারম্যানের আগে একক ক্ষমতা ছিল। বর্তমান সংশোধনী আইনে সদস্যদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এখানে উভয় পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে কমিশন।

পড়ে দেখুন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো :: ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সিইউজে …