পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাসের প্রতিবাদে রাঙ্গামাটিতে ৫ বাঙালী সংঠনের ডাকে হরতাল পালিত *রবিবার আবারও ২৪ঘন্টার হরতাল

॥ নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি  কমিশন সংশোধন আইন পাস করার প্রতিবাদে রাঙ্গামাটিতে ২৪ ঘন্টা হরতার কর্মসূচী পালন করেছে বাঙালীদের ৫টি সংগঠন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতালের সমর্থনের মাঠে নামে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি শ্রমিক ঐক্য পরিষদের নেতা কর্মীরা। হরতালের সমর্থনে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করতে দেখা গেছে বাঙালীরা সংগঠনের নেতাকর্মীও। অন্যদিকে হরতালে নাশকতা এড়াতে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ।
হরতালের কারণে রাঙ্গামাটি শহরের সকল দোকান পাট বন্ধ ছিল। দূর পাল্লার অভ্যন্তরীণ রুটে কোন যানবাহন চলাচল করেনি। শহর থেকে ছেড়ে যায়নি ৬টি  উপজেলায় লঞ্চও। অফিস আদালত খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল কম।
পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি বেগম নূর জাহান বলেন, শান্তিপূর্ণভাবে পার্বত্যাঞ্চলে হরতাল কর্মসূচী পালিত হয়েছে। তবে এ হরতাল শেষ নয়। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি  কমিশন আইন বাতিলের দাবি আগামী রবিবার আবারও ২৪ঘন্টা হরতাল কর্মসূচী পালিত হবে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। সরকার যতদিন পর্যন্ত পার্বত্যাঞ্চলের বাঙালীদের দাবি না মানবে, ততদিন পর্যন্ত এ দাবি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
এদিকে রাঙ্গামাটি ছাড়া খাগড়াছড়ি জেলাতেও ২৪ঘন্টা হরতাল পালন করেছে ওই বাঙালী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন ২০১৬ পাস করায় ৫টি বাঙালী সংগঠন ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচী ঘোষণা করে। তাছাড়া ১৬ অক্টোবর আবারও ২৪ ঘন্টা হরতালের ডাক দেয় ওই সংগঠনের নেতারা। তবে এর আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১০-১১আগষ্ট ও ৪ সেপ্টেম্বর ও হরতাল পালন করে সংগঠনগুলো

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031