॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে ফেইসবুকে আপলোড করার অভিযোগে মোঃ হাকিম নামে (২৭) এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরের ক্যাচিংঘাটা এলাকা তাকে আটক করে পুলিশ। আটককৃত হাকিম ছাইঙ্গ্যা দানেশ পাড়ার মো: রফিকের ছোট ছেলে। সে জেলার ক্যাচিংঘাটা এলাকায় মোবাইল রিচাজের ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আটককৃত হাকিম বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকার স্কুল শিক্ষিকাসহ বিশিষ্ট জনের ছবি আপলোড করে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দেয়। এছাড়াও ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করায় পুলিশ তাকে আটক করে। বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এস আই) অজয় দাশ জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করায় যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
