বান্দরবানে সাংবাদিক হাউজিং সোসাইটির
নামীয় জমির দখলনামা হস্তান্তর
॥ বান্দরবান ব্যুরো ॥ মহামান্য হাই কোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৪৬৮১/২০১২ মামলার প্রদত্ত আদেশের প্রেক্ষিতে বান্দরবান জেলা সাংবাদিক হাউজিং সোসাইটির নামীয় ভ’মির দখল বুঝিয়ে দেয়া হয়েছে। গত ২০ অক্টোবর বাজার ফান্ড প্রশাসকের পক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী অফিসার সাংবাদিকদের কাছে দখলনামা হস্তান্তর করেন। এর আগে শহরের আর্মি পাড়ায় বরাদ্দকৃত জমির প্লট পরিদর্শন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এই সময় বাজার চৌধুরী মং ক্য চিং চৌধুরী এবং সার্ভেয়ারসহ বাজার ফান্ড সংস্থা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৯৫ সালে আবাসিক সংকট মোকাবেলায় সাংবাদিকের আবেদনের প্রেক্ষিতে ১২ জনের নামে জমি বরাদ্দ করা হয়। কিন্তু জনৈক প্রতিবেশীর আপত্তির কারণে এতোদিন সাংবাদিকগণ বরাদ্দকৃত জমির ভোগ দখলে যেতে পারেননি। বিষয়টি নিস্পত্তির জন্য বান্দরবান বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কোর্ট, অতিরিক্ত বিভাগীয় কমিশনার কোর্ট, ভূমি আপিল বোর্ড এবং মহামান্য হাইকোর্ট পর্যন্ত মামলা চলে।
অবশেষে মহামান্য হাই কোর্ট সাংবাদিক হাউজিং সোসাইটির নামীয় জমি বরাদ্দ প্রাপ্ত সাংবাদিকদের স্বস্ব নামে দখল বুঝিয়ে দেয়ার জন্য বাজার ফান্ড প্রশাসককে নির্দেশ প্রদান করা হয়। এই রায়ের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের কাছে দখলনামা হস্তান্তর করা হয়েছে। এর ফলে বিরোধীয় জমি দীর্ঘ দিন পর সাংবাদিকদের আয়ত্তে আসে এবং সকল ধরণের বিরোধের অবসান ঘটে।