॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ সদর দপ্তর বিজিবি এর নির্দেশনায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (বিজিটিসিএন্ডএস), বাইতুল ইজ্জত, সাতকানিয়া, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় “সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলে।
গতকাল সোমবার দুপুর ১২টায় (বিজিটিসিএন্ডএস), বাইতুল ইজ্জত, সাতকানিয়া,চট্টগ্রাম শহীদ মুন্সী আব্দুর রউফ এর হল রুমে সমাপনী অনুষ্টানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিএসএফ এর ০৮জন কর্মকর্তা এবং ১৩জন অন্যান্য পদবীর সদস্যসহ বিজিবি’র ৫জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। কোর্সটি উদ্বোধন করেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ.কে এম সাইফুল ইসলাম পিএসসি। এই কোর্সে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে বিজিবি’র উর্দ্বতন কর্মকর্তা ছাড়াও পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস্ ও আর্ন্তজাতিক রেডক্রস কমিটির উর্দ্বতন কর্তকর্তাবৃন্দ অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। ফলে উভয় বাহিনীর প্রশিক্ষাণার্থীগণ নিজেদের মধ্যে সীমান্তে দায়িত্ব পালনকালীন অর্জিত অভিজ্ঞতা বিনিময় এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রায়োগিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর ও ফলপ্রসূ উপায় জানার সুযোগ পেয়েছেন। এই প্রশিক্ষণ দেশের সীমান্ত সুরক্ষার অভিন্ন লক্ষে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচার, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে উভয় বাহিনীর জন্য সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম পিএসসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,লেঃ কর্নেল মোহাম্মদ জালাল উদ্দীন পিএসসি, লেঃ কর্নেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পিএসসি, লেঃ কর্নেল মোহাম্মদ মাহফুজুর রহমান, লেঃ কর্নেল সাবিহা মাহবুবা,মেজর মোহাম্মদ মাশরেকুল কবীর পিএসসি, মেজর মোঃ শাহীন আখতার জি+, মেজর মোহাম্মদ আবুল হাসান, মেজর মোঃ লিয়াকত হোসেন মোল্লা, মেজর মোহাম্মদ নুরুদ্দীন খাঁন পিবিজিএমএস,জি, মেজর জেসমিন জাহান, ক্যাপ্টেন আহমদ নিবরাস খান, ক্যাপ্টেন মোঃ গাউস আঞ্জুমান প্রমুখ।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।