মুরাদপুর জামে মসজিদে শাহাদাতে কারবালা মাহফিলে সূফি মিজান ———– আহলে বায়তে রাসূলকে (দ.) শহীদ করার কারণে ইয়াজিদিদের ওপর নেমে আসে মর্মন্তুদ গজব

মুরাদপুর জামে মসজিদে শাহাদাতে কারবালা মাহফিলে সূফি মিজান
————————————–

আহলে বায়তে রাসূলকে (দ.) শহীদ করার কারণে
ইয়াজিদিদের ওপর নেমে আসে মর্মন্তুদ গজব

নগরীর মুরাদুপর জামে মসজিদ ও মহল্লা কমিটির উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে তিনদিনব্যাপী মাহফিলের গতকাল সোমবার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মোহাম্মদ সূফি মিজানুর রহমান বলেছেন, দুনিয়ার ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ও মর্মন্তুদ ঘটনার জন্ম দেয়ায় পাপিষ্ট ইয়াজিদ ও তার বাহিনীর ওপর খোদায়ী গজব নেমে আসে। নানা জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সকল খুনি ও জালেমের করুণ পরিণতি ঘটে। অন্যদিকে ইয়াজিদি জঘন্য নৃশংসতা ও বর্বরতা সত্ত্বেও তার আনুগত্য স্বীকার না করে হযরত ইমাম হোসাইনের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি বলেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা ও নিপীড়কদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দ্বীন ইসলামের আদর্শকে সমুন্নত রাখাই শাহাদাতে কারবালার দর্শন ও শিক্ষা। মাহফিলে বিদেশী আলোচক ছিলেন ভারত এলাহাবাদ কাসওয়াসা দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা হাফিজ সৈয়দ মুহাম্মদ নুরানী আশরাফ আশরাফী আল জিলানী (ম.জি.আ) ও কানাডার আন্তর্জাতিক বক্তা শাহ সুফী শেখ ফয়সাল হামিদ আবদুর রাজ্জাক। কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন আন্তজাতিক  ক্বারী শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারী। বিশেষ অতিথি ছিলেন আরএসএম গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন মুরাদপুর জামে মসজিদের খতিব ও আহলে সুন্নাত ইমাম সংস্থার সভাপতি আল্লামা শাহ্ নূর মোহাম্মদ আলকাদেরী। রক্তাক্ত হৃদয়বিদারক কারবালা ও ইয়াজিদ বাহিনীর পরিণতি বিষয়ে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন খতিবের হাট জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ গোলাম কিবরিয়া। আশুরা দিবসে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন পিএইচপি ফ্যামিলির এজিএম আলহাজ্ব আরশাদুল মোস্তফা, সাংবাদিক ইফতেখারুল ইসলাম, রাজনীতিবিদ আফতাব উদ্দিন চৌধুরী, পাঁচলাইশ থানা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুদ্দিন কণ্ট্রাক্টর, ক্বারী মাওলানা আলী আকবর, হাজারী লেইন বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মহসিন উদ্দিন আহমেদ চৌধুরী, মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, আলহাজ্ব মুহাম্মদ আলী, সমাজসেবী মুহাম্মদ ইসমাইল, মাওলানা সৈয়দ নাছির উদ্দিন চিশতি। কুরআন মজিদ ও নাতে রাসূল পড়েন মাওলানা মুহাম্মদ মোর্শেদ। মাহফিল সঞ্চালনায় ছিলেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল। সালাত সালাম শেষে বিশ্ব শান্তি ও দেশবাসীর উপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী।

রাঙ্গামাটিতে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান : একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য —মোহাম্মদ মোশারফ হোসেন খান সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না—এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031