॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান গতকাল রাঙ্গামাটির বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় রাঙ্গামাটি শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পরিদর্শন কালে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রশিদ, রাঙ্গামাটি পূজা উদ্যাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি অমর কুমার দে, পূজা উদ্যাপন পরিষদের শেখর সেন, কৌশল দে, শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেশ কিছুক্ষণ শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে অবস্থান করে মন্দিরের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন।
পরে জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান রিজার্ভ বাজার আইচ ভবন, শ্রী শ্রী নারায়ন মন্দির পৌর কলোনী, পুরাতন বাস ষ্টেশন, শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী, তবলছড়ি, শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির স্বর্ণটিলা, শ্রী শ্রী শিতলা মন্দির আসামবন্তী, শ্রী শ্রী সার্বজনীন দূর্গোৎসব গর্জনতলী, শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির কাঠালতলী, শ্রী শ্রী দশভূজা মাতৃমন্দির কালিন্দীপুর, শ্রী শ্রী সনাতন যুব একতা সংঘ কলেজ গেইট ও শ্রী শ্রী কালী মাতৃমন্দির ভেদভেদী ঘুরে দেখেন।