॥ শ্যামল রুদ্র, রামগড় ॥ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বৃহস্পতিবার রাত ৮টার সময় মৃত স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছে স্বামীসহ আরো দুই যুবক।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের জরুরী বিভাগে নিস্তেজ এক মহিলাকে নিয়ে আসে তিন যুবক। কর্তব্যরত চিকিৎসক দ্রুত মহিলাটিকে পরিক্ষা করে জানান তিনি মারা গেছেন। মৃত খবর শুনে মহিলাটির মৃত দেহ ফেলে তাৎক্ষণিত কৌশলে পালিয়ে যায় তিন যুবক।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় রবিউল হক নামে এক যুবক হাসপাতালে এসে লাশটি শনাক্ত করে জানায় এটি তার বড় বোনের লাশ। নাম রহিমা বেগম (৩০) পিতা আবু তাহের তাদের বাড়ী পৌরসভার বাগান টিলা। ২০০৭ সালে পৌরসভার মহামুনী এলাকার সাইদুল হক (বড় মিয়ার) পুত্র আনোয়ার হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাঁদের চতুর্থ শ্রেণী পড়–য়া আখি ও দ্বিতীয় শ্রেণী পড়–য়া আয়েশা নামে ২জন কন্যা সন্তান রয়েছে। তিনি আরো জানান, তাঁর ভগ্নিপতি রামগড় পৌর এলাকার একজন টমটম চালক।
নিহতের পিতা আবু তাহের অভিযোগ করে বলেন, স্বামী পক্ষের লোকজন তাঁর মেয়েকে হত্যা করেছে। মেয়েকে প্রায় সময় নির্যাতন করতো। গতকালও মেয়েকে নির্যাতন করা হয়েছে বলে মেয়ে তাদের জানিয়েছিলো। তিনি জানান, বর্তমানে বাড়ি তালাবদ্ধ করে দুই নাতনীকে নিয়ে সবাই পালিয়ে গেছে।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ হাসপাতালে পরিদর্শন শেষে জানান, লাশটি থানায় নেয়া হয়েছে। এ মূহুর্তে তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছেনা।