সন্তুু লারমার আগমনকে কেন্দ্র করে বান্দরবানে কালো পতাকা উত্তোলন

॥ বান্দরবান প্রতিনিধি ॥ তিন দিনের সফরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সšু‘ লারমা। আর তার সফরকে কেন্দ্র করে বান্দরবানে পার্বত্য গণ পরিষদ, বাঙালী ছাত্র পরিষদ সহ বিভিন্ন বাঙালী সংগঠন শহরে কালো পতাকা উত্তোলন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টায় রাঙ্গামাটি থেকে সড়ক পথে বান্দরবান এসে সার্কিট হাউসে অবস্থান করেন সন্তুু। তার এই সফরের বিরোধীতা করে সকাল থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করে বাঙালী সংগঠন গুলো, দুপুরের দিকে শহরের বিভিন্ন পয়েন্টে কালো পতাকা উত্তোলন করে।
এদিকে তার সফরকে ঘিরে যে কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, মাঠে নামানো হয়েছে ডিবি পুলিশকে। শহরের বালাঘাটা, কালাঘাটা, সার্কিট হাউসসহ বিভিন্ন স্থানে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছে।
আরো জানা গেছে, তিনদিন বান্দরবান অবস্থান কালে সোমবার সকালে বোমাং চীফ রাজা উচপ্রু চৌধুরীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তুু লারমার। এছাড়া ও স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে যোগদান করার কথা রয়েছে তার।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন, জেলার আইনশৃংখলা ঠিক রাখতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031