॥ মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত সংলগ্ন রামুর করলিয়ামুরা রাস্তার মাথা নামক এলাকা থেকে মনির উদ্দিন (২৬) নামে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। সে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের কুমপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোর রাতে জনৈক হাসত উল্লাহর পোলট্টি খামার থেকে অপহরণের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
অপহৃতের বাবা শামশুল আলম ফকির এ প্রতিবেদককে জানান, তাঁর ছেলে বাইশারী সীমান্ত সংলগ্ন রাস্তার মাথা নামক স্থানে একটি পোলট্টি খামারে চাকরির সুবাদে প্রায় সময় সেখানেই রাত যাপন করত। ৪ অক্টোবর সকাল ৬টা ২৩ মিনিটে পার্শ্ববর্তী বাড়ির জসিম উদ্দিন বাবুলের মোবাইল ফোনে অপহরণকারীরা ফোন করে জানিয়ে দেয় তাঁর ছেলেকে অপহরণ করেছে এবং উক্ত মোবাইল ফোনে সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য ২ লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। তিনি বিষয়টি তাৎক্ষনিকভাবে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসাকে জানালে সকাল ৮টায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড়ি এলাকায় সাড়াশি অভিযান চালান। খবর পেয়ে বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর ঘটনাস্থলে ছুটে যান এবং অপহৃত যুবককে উদ্ধারে বাইশারী পুলিশকে সহায়তা করেন।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা জানান- অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশ এলাকায় সাড়াশি অভিযান চালানো হচ্ছে। অপহরণের স্থানটি রামু থানার অধীনে হওয়ায় বিষয়টি নিয়ে রামু থানার অফিসার ইনচার্জের সাথে আলোচনাক্রমে যৌথ অভিযান করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে একই কায়দায় ঈদগড়-ঈদগাঁও সড়কের ধুমছাকাটা নামক স্থান থেকে বাইশারী ইউনিয়নের ছাত্রলীগ নেতা সহ তিন ব্যক্তিকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে অপহৃতরা ৩০ ঘন্টার পর পুলিশের বিশেষ অভিযানের পরও ৪ লাখ টাকার মুক্তিপনের বিনিময়ে মুক্ত হয়েছিল।
