ইউপিডিএফ নেতা উজ্জল স্মৃতি চাকমার মুক্তির
দাবী জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন
পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ) এর শীর্ষনেতা ও সংগঠনের খাগড়াছড়ি জেলা সমন্বয়কারি উজ্জল স্মৃতি চাকমা ও তাঁর সহযোগিদের মুক্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
খবংপুড়িয়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ওই গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।
এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে খবংপুড়িয়ার জনগন এই কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন শেষে তাঁর মুক্তির দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসি।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর জেলা সদরের পেরাছড়া এলাকা থেকে তাকেসহ ৬জনকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।