কাউখালীতে ট্রাক চাপায় কাপ্তাই তথ্য
অফিসের সাউন অপারেটর নিহত
॥ কাউখালী প্রতিনিধি ॥ চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের কাউখালীর ঘাগড়া কলাবাগান এলাকায় ট্রাক চাপায় কাপ্তাই তথ্য অফিসের সাউন অপারেটর মাসুদুর রহমান (৩৬) হয়েছেন। সোমবার সকাল সাড়ে এগারটায় মর্মান্তি এ সড়ক দুর্ঘটনা ঘটে। কাউখালী পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটির মর্গে প্রেরণ করেছে। দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কাউখালী খানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে।
রাঙ্গামাটি জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, জেলার কাপ্তাই উপজেলায় কর্মরত সাউন অপারেটর মোঃ মাসুদর রহমান (৩৬) প্রতিদিনের ন্যায় নিজ বাসা থেকে মোটর সাইকেল যোগে কাপ্তাই তথ্য অফিসে যাচ্ছিলেন। তিনি কাউখালীর ঘাগড়া কলাবাগান এলাকায় পৌঁছলে রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে পেছন দিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা জানান, হত্যভাগ্য মাসুদ বাবা মার একমাত্র সন্তান। তার পাঁচ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। মাসুদের বাবা ফয়েজ আহাম্মদ একজন অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা। তার বাসা রাঙ্গামাটির কাঠালতলী ফিশারী কলোনীতে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে এগারটায় রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রাক কাউখালীর ঘাগড়ার কলাবাগান এলাকা অতিক্রম করার সময় একটি মোটর সাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটে। তিনি জানান, ট্রাকটি এত দ্রুত গতির ছিল যে, মোটর সাইকেল আরোহীর হেলমেট সম্পূর্ণ চুর্নবিচুর্ণ হয়ে যায়, থেতলে যায় পুরো মাথা।
এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। মাসুদের বৃদ্ধ পিতা ফয়েজ আহাম্মদ একমাত্র সন্তানকে হারিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন।
কাউখালী থানা পুলিশ জানিয়েছে এ ব্যাপারে কাউখালী থানায় অজ্ঞাত ট্রাক ও ড্রাইভারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।