খাগড়াছড়ি সবুজ পাহাড়ে চলছে
মাসব্যাপী ‘কঠিন চীবর দান উৎসব’
॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ “অহিংসা পরম ধর্ম” বুদ্ধের এ বাণীকে ধারণ করে খাগড়াছড়ির সবুজ পাহাড়ে নানা আয়োজনে চলছে মাসব্যাপী মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব “দানোত্তম কঠিন চীবর দান উৎসব”।
বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাস বর্ষা বাসের পর এ উৎসবে মেতে উঠে মারমা সম্প্রদায়। সকালে জেলার নব সৃষ্ট গুইমারা উপজেলার ডাক্তারটিলা “বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান উৎসব। বুদ্ধ ধর্মীয় গুরু সুরিয়া মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম ফজলে রাব্বী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ জোবায়রুল হক, ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা প্রেস ক্লাব গুইমারা’র সভাপতি এম. সাইফুর রহমান প্রমুখ।
“বিশ্ব শান্তি বৌদ্ধ বিহার” অদক্ষ চাইন্দা সুরিয়া মহাথের’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশনা প্রধান করেন ক্ষমাসারা মহাথের ও জ্ঞান বংশ মহাথের। অনুষ্ঠানে বুদ্ধ ধর্মাবলম্ভী শত শত পূর্ণার্থী দায়ক-দায়ীকা বৌদ্ধ ভিক্ষুদের জন্য বস্ত্র দান ও সঙ্গ দানের পাশাপাশি সুস্বাদু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করেন।