পর্যটকদের জন্য খুলে দেয়া হল বান্দরবানের স্বর্ণ মন্দির
॥ রাহুল বড়–য়া ছোটন,বান্দরবান ॥
টানা নয় মাস বন্ধ থাকার পর বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র স্বর্ণ মন্দির খুলে দেওয়া হল। গতকাল বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে পর্যটকদের অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের অনুরোধে মন্দির কর্তৃপক্ষ স্বর্ণ মন্দিরটি খুলে দেয় ।
বুধবার বিকাল পাঁচটায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্দির খুলে দেন । এসময় উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা উ পঞঞা জোত মহাথেরো (উচহ্লা ভান্তে), জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মো: ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনি মেহ্লা প্রু, জেলা প্রশাসকের সহধর্মীনি সূবর্ণা চৌধুরী,পৌর মেয়রের সহধর্মীনি কামরুন নেছা বেবী,ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা দাশসহ প্রমুখ । এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর মন্দিরের তালা খুলে ভিতরে প্রবেশ করেন এবং মন্দিরের উন্নয়নে আগামীতে সহযোগিতা করার আশ্বাস দেন। স্বর্ণ মন্দির পরিচালনা কমিটি জানায় এখন থেকে পর্যটকদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মন্দির খোলা রাখা হবে। তবে প্রার্থনার জন্য দুপুরে ২ ঘন্টা বন্ধ থাকবে। মন্দিরের নিরাপত্তায় ৫টি সিসি ক্যামরা বসানো হচ্ছে। প্রতিষ্ঠানের পবিত্রতা এবং নিরাপত্তায় ৬ জন পুলিশ সদস্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে । পর্যটকদের ভ্রমনে সুবিধার জন্য আরো নতুন নতুন স্থাপনা তৈরি করবে কর্তৃপক্ষ। মন্দিরের প্রতিষ্ঠাতা উপঞঞা জোথ মহাথেরো (উচহ্লা ভান্তে) জানান, আমরা মন্দির খুলে দিয়ে সকলের অনুরোধ রক্ষা করলাম আশাকরি পর্যটকের বান্দরবান ভ্রমনে এসে এই মন্দিরে ভ্রমন করবে এবং মন্দিরের পবিত্রতা রক্ষা করবে। প্রসঙ্গত মন্দিরের পবিত্রতা নষ্ট ও পর্যটকদের হাতে ভক্তদের নানা হয়রানির ঘটনায় মন্দির কর্তৃপক্ষ গত ২০ ফেব্রুয়ারী থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।