বান্দরবানের আলীকদমে উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন
সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে
……..পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
॥রাহুল বড়–য়া ছোটন,বান্দরবান॥ সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আলীকদম উপজেলায় কয়েক কোটি টাকার প্রকল্প কাজ অব্যাহত আছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত পাহাড়ি খামার উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০টি মুরুং পরিবারের মাঝে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গত শুক্রবার সকাল ১১ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ চত্বরে গাভী বিতরণ বিভিন্ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ুিহসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী বিভিন্ন কর্মসুচীতে অংশ নেয় । এসময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বক্তব্যে দিতে গিয়ে আরো বলেন, ¤্রাে ন্যাশনাল পাটি (এমএনপি) থেকে যে ৭৯ জন সদস্য আত্মসমর্পন করেছে আমরা তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি পিছিয়ে পড়া ¤্রাে জাতীকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ এর সভাপাতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও গাভি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ যুবায়ের সালেহীন, এনডিইউ, পিএসসি, জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সারোয়ার হোসেন, পিএসসি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদস্য থোয়াইচাহ্লা মার্মা, সদস্য মোস্তফা জামাল, সদস্য সিয়ং ইয়ং ¤্রাে, সদস্যা ফাতেমা পারুল, মুরুং নেতা রাংলাই মুরুং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রমূখ। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যায়ে আলীকদম চৈক্ষ্য ইউনিয়নের ফুটের ঝিড়ি ব্রীজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত পাহাড়ি খামার উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৮-২০১৭ সাল পর্যন্ত ৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ৪শ পরিবারকে বাগান সৃজন, ৩শ পরিবারকে ডেইরী ফার্ম এবং ২শ পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হবে। তার মধ্যে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত ৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৭৬১ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অবশিষ্ট ১৩৯ পরিবারকে আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে আয়োজকেরা জানান।