বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

আমি আওয়ামীলীগের একজন নিরেট কর্মী তাতে কোন ভুল নাই, কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সমগ্র বান্দরবান জেলার সকলের এমপি। উপজেলা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় নির্বাচনে লামাবাসি জন-প্রতিনিধি নির্বাচন করতে ভুল করায় লামার উন্নয়ন কিছুটা স্থমিত হয়েছে। বান্দরবানে সামগ্রীক উন্নয়নে শিক্ষা খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে। বান্দরবানে বসবাসরত গরীব মানুষের জায়গার কাগজ লাগবেনা, যে যে অবস্থায় আছে সেটাই সঠিক। এর বাইরে গরীব মানুষদের হয়রানী না করার জন্য প্রসাশনিক কর্তা ব্যাক্তিদের জানিয়ে দিলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগের কারণে পাহাড়ে শান্তি এসেছে । শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকায় সর্বত্র শান্তি বিরাজ করছে । বর্তমান সরকারের আমলের পাহাড়ের আনাছে কানাছে উন্নয়ন হচ্ছে । আমি বীর বাহাদুর কোন দল মত কে প্রাধান্য না দিয়ে পার্বত্য এলাকার উন্নয়নকে সব সময় প্রাধান্য দিচ্ছি । পাহাড়ের উন্নয়নে আমার পাশাপাশি আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করছে।  এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, আমাদের সরকারের আমলেই এই লামা উপজেলায় শতকোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে। ২৮ নভেম্বর সোমবার বেলা ১১টার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠস্থ ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর হোসেন এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, মিন্টু কুমার সেন, ছাচিং প্রু মার্মা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। সকাল ১০টায় ফাঁসিয়াখালীতে পৌছে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যায়ে ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক  নব-নির্মিত ভবনের উদ্বোধন, ২৫ লক্ষ টাকা ব্যায়ে ফাঁসিয়াখালী এবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন ও ফ্যাসিলেটিস ডিপার্টমেন্ট কর্তৃক বরাদ্দকৃত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করেন। জনসভা শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের মাঝে এল.জি.এস.পি-০২ ২০১৫-১৬ অর্থবছরের প্রকল্পের অধিনে ল্যাপটপ, প্রজেক্টর, শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া কর্মজীবি মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930