বান্দরবান সদরের থোয়াইংগ্য পাড়া বৌদ্ধ বিহারের নব নির্মিত সীমানা প্রাচীর উদ্বোধন
বান্দরবানে ২৫ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নব নির্মিত থোয়াইংগ্য পাড়া বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে বান্দরবান সদরের বালাঘাটার থোয়াইংগ্য পাড়া বৌদ্ধ বিহারের এই নব নির্মিত বৌদ্ধ সম্প্রদায়ের বিহারের সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের উদ্বোধন করা হয় ।
এসময় থোয়াইংগ্য পাড়া বৌদ্ধ মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় এক ধর্মীয় আলোচনা সভা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবাণ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী মো: মহিউদ্দিন, রাজু বড়–য়া, বান্দরবান জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি হ্লাএমং মারমা, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ তাহিন, থোয়াইংগ্য পাড়া বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকারা অনুষ্টানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেন, থোয়াইংগ্য পাড়া বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব আমাদের, প্রশাসনের ও সরকারের। আর এই বিহারের রক্ষা ও সুন্দরভাবে পরিচালনা করা কমিটিসহ সকলের দায়িত্ব। শান্তিচুক্তির পর পাহাড়ে শান্তি ফিরে আসার সুফল ভোগ করছে পাহাড়ের সকল ধর্মের মানুষ। তাই এই উন্নয়নের সুফল যাতে অব্যাহত থাকে তার জন্য সর্বস্তরের সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যায়ে থোয়াইংগ্য পাড়া বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়েছে।