শিরোনাম
প্রচ্ছদ / ব্রেকিং নিউজ / রাঙ্গামাটিতে ভেড়া চাষীদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরনকালে বক্তারা

রাঙ্গামাটিতে ভেড়া চাষীদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরনকালে বক্তারা

পার্বত্য চট্টগ্রামে সমাজ ভিত্তিক ও বানিজ্যিক খামারে দেশীয় ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ২০ জন ভেড়া চাষীর মাঝে ৬০টি ভেড়া বিতরন করা হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান উপকার ভোগী পরিবারের সদস্যদের মাঝে এই সব ভেড়া প্রদান করেন।
প্রাণী সম্পদ বিভাগ, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজ্জাকুল ইসলাম, বরকল উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মোঃ সাখাওয়াৎ হোসেন বক্তব্য রাখেন।
ভেড়া বিতরনী অনুষ্ঠানে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের ভৌগলিক গত অবস্থান ভেড়া পালনের জন্য উপযোগী বিধায় তিন পার্বত্য জেলার ২৫টি উপজেলায় প্রকল্পের আওতায় উপজেলা প্রতি ২০ পরিবার হিসাবে ৫০০ পরিবারের ৫০০ জনকে ভেড়া চাষে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ প্রাপ্ত ভেড়া চাষীদের মাঝে জনপ্রতি ৩টি করে সর্বমোট ১হাজার ৫০০টি ভেড়া বিনামূল্যে বিতরন করা হচ্ছে। ভেড়া পালন সহজ এবং এই পশুর খাবার স্থানীয় ভাবে যোগান সম্ভব বিধায় যথাযথ ভাবে পালন করা হলে আগামী ২ বছরের মধ্যে এই  ভেড়ার পরিমান কয়েকগুন বৃদ্ধি পাবে। এর ফলে এখানে প্রোটিনের সরবরাহ বৃদ্ধি পাবে এবং স্থানীয় ভেড়া চাষীরা আর্থিক ভাবে লাভবান হবেন।
রাঙ্গামাটি জেলা, সদর উপজেলা এবং বরকল উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা সহ সুবিধা ভোগী পরিবারের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …