খাগড়াছড়ির ৪৩, বিজিবি (বর্ডার গার্ড ব্যাটালিয়ন) গত রোববার রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ২শ কেজি চা পাতা জব্দ করে। রামগড় আনন্দপাড়ার সীমান্ত পিলার ২২১৬/২ এলাকায় এ গুলো আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার ১ শ ৪০টাকা। এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামগড় সদর কোম্পানি কমান্ডার মো. বাসেত আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এর আগে ১৯ নভেম্বর শনিবার রাতে মহামুনি চর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ৫শ টাকা মূল্যের ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। মহামুনি বিওপি কমান্ডার নায়েব সুবেদার কামরুজ্জামান এই অভিযানটি পরিচালনা করেন।