এক্সন মোবিলের সিইও ‘হচ্ছেন’ ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী

তার ট্রানজিশন টিমের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ট্রাম্প নিজেই ওই ঘোষণা দেবেন।

বিবিসি লিখেছে, ৬৪ বছর বয়সী টিলারসন এক্সন মোবিলের হয়ে যুক্তরাষ্ট্র ছাড়াও ইয়েমেন ও রাশিয়ায় কাজ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন‌্যও তিনি পরিচিত।

টেক্সাস থেকে আসা টিলারসনকে ২০১৩ সালে অর্ডার অব ফ্রেইন্ডশিপ সম্মাননা দিয়েছিল ক্রেমলিন।

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটর জন ম‌্যাককিনও সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টিলারসনের পুতিন যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে পেশাজীবন শুরু করা টিলারসন তার ক‌্যারিয়ারের বেশিরভাগ সময় এক্সন মোবিলেই কাটিয়েছেন। ২০০৬ সালে তিনি কোম্পানির শীর্ষ পদে উঠে আসেন। আগামী বছর তার অবসরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

টিলারসনের সময়েই এক্সনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রসনেফটের কয়েক বিলিয়ন ডলারের চুক্তি হয়। ক্রাইমিয়া নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধেরও বিরোধিতা করেছিলেন টিলারসন।

বিবিসি লিখেছে, এক্সনের বিরুদ্ধে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টি গোপন করার চেষ্টার অভিযোগ থাকলেও টিলারসন নিজে জলবায়ু পরিবর্তনের বিপদের কথা স্বীকার করেছেন।

রিপাবলিকান পার্টির তহবিল যোগানো টিলারসন নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রাথমিকভাবে জেব বুশকে সমর্থন দিয়েছিলেন বলে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31