খাগড়াছড়িতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রসাশক ও জেলা আওয়ামীলীগের এর উদ্দ্যেগে শহরে শোক র্যালী বের করেন। এতে উপস্তিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা।জেলা প্রসাশক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান,জেলা পুলিশ সুপার মজিদ আলী বিপিএম(সেবা),মেয়র রফিকুল আলম সহ বঙ্গবন্ধু চেতনা মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা।
অপর দিকে জেলা আওয়ামীলীগরে উদ্যোগে জেলা শহরের কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে থেকে শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পৌর টাইন হল প্রঙ্গনে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে, দলীয় ও শোক পতাকা উত্তোলন করে ,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ বীর শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালন করেন জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনরে নেতা কর্মীরা।
এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্র জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা,বন ও পরিবেশ বিষযক সম্পাদক তপন কান্তি দে,পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকেনশ^র ত্রিপুরা,সাধারণ সম্পাদক চন্দন কুমার দে,জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল,জঙ্গি ও সন্ত্রাস নিমূর্ল কমিটির জেলার কমিটি সদস্য সচিব মোঃ শানে আলম,জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন।