চট্টগ্রামের রাস্তায় গুলি করে যুবক হত্যার ঘটনায় মামলা
সোমবার বিকালে নিহত মো. ইব্রাহিম মানিকের স্ত্রী লুৎফুন্নাহার বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় এই মামলা করেন বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমদ।
তিনি বলেন, মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার মোহাম্মদ রানা ছাড়াও আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- মোহাম্মদ আলী (২৬), রাহুল দাশ (২৪), মো. ইমরান (২৪), মো. সুমন (২৮) এবং মো. সুজন (২০)।
রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতায়ালি থানা থেকে কয়েকশ গজ দূরে জেনারেল পোস্ট অফিসের (জিপিও) বিপরীতে রাস্তার ওপর প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ইব্রাহীম মানিককে।
হত্যাকাণ্ডের পরপর পুলিশ ঘটনাস্থল থেকে মো. রানা নামে এক যুবককে গ্রেপ্তার করে।
ইব্রাহীম মানিকের সঙ্গে রানার দীর্ঘদিনের বিরোধ ছিল জানিয়ে পুলিশ বলছে, ওই বিরোধের জেরেই খুন হন ইব্রাহীম মানিক।