জল পাহাড়ের গানে ভাসবে রাঙামাটি
পাহাড়ের গান এমনিতেই খুব মন ক্যামন করা। নস্টালজিয়া আর আনন্দ-বেদনা একসাথে বুকে বাজে এই গানগুলোতে। অনেকদিন এমন কিছু পাহাড়ের গান নিয়েই কাজ করলেন সঙ্গীত পরিচালক – নিসার আহমেদ।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের প্রযোজনায় জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হচ্ছে ভিন্নধর্মী এই গানগুলো। অ্যালবামের নাম ‘জল পাহাড়ের গান’। জনপ্রিয় এবং উদীয়মান উপজাতীয় শিল্পীদের গাওয়া ১১টি গান দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবামটি।
রঞ্জিত দেওয়ান, নন্দন দেওয়ান, কোয়েল চাকমা, আর্চি রন মারমা, জয়ন্তী চাকমা, পারকি চাকমা, রুপায়ন দেওয়ান- এঁদের কণ্ঠেই শোনা যাবে গানগুলো।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড এবং রাঙামাটি জোনের সহযোগিতায় ‘জল পাহাড়ের গান’ অ্যালবামের মোড়ক উন্মোচন হবে রাঙামাটি স্টেডিয়ামে আগামী ৮ ডিসেম্বর। সেদিন অ্যালবাম প্রকাশনার পাশাপাশি ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠানে গাইবেন অ্যালবামের শিল্পীরা।