শিরোনাম
প্রচ্ছদ / গণমাধ্যম / দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ বছর পদার্পণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ বছর পদার্পণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ বছর পদার্পণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৬৪বছর পর্দাপন উৎসব উদ্যাপন করলো রাঙ্গামাটি পার্বত্য জেলাবাসী। গতকাল শনিবার বিকালে রাঙ্গামাটি প্রেসক্লাবে ইত্তেফাকের ৬৪ বছর পদর্পণ উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
ইত্তেফাক রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এ,কে,এম মকছুদ আহমেদের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শহিদুল্লাহ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি বারের সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক কাউখালী (রাঙ্গামাটি) উপজেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ।
অনুষ্ঠানে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন সংস্থা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, স্বাধীনতার পূর্ববর্তী সময়ের সাহসী পত্রিকা ছিলো ইত্তেফাক। ইত্তেফাক স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানোর মাধ্যমে স্বাধীনতার বিজয় এনে দিয়েছিলো। আমাদের পরিবারের ইত্তেফাক পত্রিকার খবরগুলো গুরুত্বের সাথে দেখা হতো। তার পাশাপাশি আমরা সংবাদকেও আমরা প্রাধান্য দিতাম। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের সঠিক চিত্র তুলে ধরার কারণে দেশ বিদেশের সবখবর মূহুর্তেই জানা সম্ভব হয় জনগনের। এক কথাই তারা সমাজের দর্পণ। কলম সৈনিক হিসেবে তাদের সবসময় আমাদের সম্মান প্রদর্শণ করতে হবে।
চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে পার্বত্য অঞ্চলের সঠিক ও সত্য সংবাদ সাহসিকতার সাথে ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করে আসছি। যতদিন বেঁচে থাকবো এভাবেই পার্বত্য চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন, সম্ভবনা, কৃষ্টি কালচার’সহ বিভিন্ন বিষয়ে সত্য সংবাদ জনগনের কাছে তুলে ধরবো। তিনি বলেন, ইত্তেফাক পত্রিকা সবসময় সত্য লেখার সাহস রাখে আগামীতেও রাখবে।
এর আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪বছর পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা হয়।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …