নুসরাত চৌধুরী অনুকরণীন আদর্শ স্মরণ সভায় বক্তাগন: মুক্তিযোদ্ধার সহধর্মীনি এই মহিয়সী নারী হৃত দরিদ্র মানুষের জন্য অবদান রেখে গেছেন

নুসরাত চৌধুরী অনুকরণীন আদর্শ স্মরণ সভায় বক্তাগন:
মুক্তিযোদ্ধার সহধর্মীনি এই মহিয়সী নারী হৃত
দরিদ্র মানুষের জন্য অবদান রেখে গেছেন

নুসরাত চৌধুরীর স্মরণ সভায় বক্তাগন বলেন মুক্তিযোদ্ধার সহধর্মীনি এই মহিয়সী নারী হৃত দরিদ্র মানুষের জন্য অবদান রেখে গেছেন। মৃত্যর আগ পর্যন্ত তিনি দরিদ্র দের  মাঝে ছায়াপথ ক্লিনিক ও হসপিটালের মাধ্যমে সেবা দিয়েছেন। আজ শনিবার ৩ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম লাভ লেইন¯’ মেট্টপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত স্মৃতি চারণ সভায় বক্তাগণ একথা বলেন। সমাজ সেবক মুছাখানের সভাপত্বিতে ও যুবনেতা সামছুল কলিম লাভলু সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রবন্ধ উপ¯’াপন করেন। সংগঠক কলামমিষ্ট মাহমুদুল হক আনসারী, স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সভাপতি সরওয়ার হোসেন চৌধুরী মানিক, প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক আইনজীবি ড. সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকলীলিঃ এর ব্যব¯’াপনা পরিচালক এম.এ.সবুর, কাজী সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি আলহাজ্ব কাজী জাহাঙ্গীর আলম হেলালী, কর আইনজীবি মোঃ আমির হোসেন, সোনারত্বরী ট্রুরিজমের পরিচালক মোঃ আশরাফুজ্জামান, ছাযাপথ ক্লিনিক এর বাকলিয়া শাখার পরিচালক মোঃ নুর“ল ইসলাম, দৈনিক গিরিদর্পনের ব্রুরোচিপ এম.কে মোমিন, শ্রমিক লীগ নেতা মোঃ সেলিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের মহিলা নেত্রী জুলেখা বেগম, র“পালী বেগম  জাহেদুল ইসলাম, এড. মাসুদুল আলম বাবলু, এড. আমজাদ হোসেন টুটুল, ছায়াপথ ক্লিনিক এর অক্সিজেন শাখার পরিচালক সাহিদুল ইসলাম বাবর ও মেডিকেল অফিসার ডা: আরিফ বিল্লা, ইউনিলিভার কর্মকর্তা সমাজ সেবক সুচর“ বড়–য়া, যুবনেতা আবু আলম, সমির পাল, মানবাধিকার নেতা আবদুল মুবিন, আমজাদ হোসেন সজিব প্রমুখ। প্রধান অতিথি ড. সেলিম উদ্দিন বলেন নারী জাগরণে নুসরাত চৌধুরীর ভুমিকা প্রসংশনীয় এ জাতিয় মহিয়সী নারীদের সমাজ থেকে তুলে এনে তাদের আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন মুক্তিযোদ্ধের সমায় অনেক মহিয়সী নারী অবদান রেখেছিলেন। কিš‘ তারা আজ বিভিন্ন ভাবে ইতিহাস থেকে হারিয়ে আচ্ছে। এ ধরণের নারীদের স্মৃতিচারণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাদের অবদান আদর্শ তুলে ধরতে হবে। সভা শেষে মিসেস নুসরাত জহানের আত্মার মাগফিরাত ও মুক্তিযুদ্ধের শহিদের প্রতি গ্রভীর শ্রদ্ধা-জাতির শুখ সর্মদ্ধীর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31