পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ইউনিভার্সেল হেলথ কভারেজ (UHC)- ডে ২০১৬ গণ মাধ্যম ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা সভা

পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ইউনিভার্সেল হেলথ কভারেজ (UHC)- ডে ২০১৬ গণ মাধ্যম নাগরিক সমাজের সঙ্গে আলোচনা সভা

স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা জবাবদিহিতা নিশ্চিতকরণ, সঠিক ভাবে প্রয়োজনীয় পুষ্টি, সঠিক পয়ঃনিস্কাশন খাবার পানীয়ের নিশ্চয়তা অন্যান্য সামাজিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবংস্বাস্থ্য সেবা পাওয়া একটি মৌলিক অধিকারএই স্লোগান কে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাসার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাঅর্জন করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্যসংস্থা (WHO) ইহাকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) একটি শক্তিশালী উপাদান বলে উল্লেখ করেছে। এর বাস্তাবায়নের মাধ্যমে সংক্রামক অসংক্রামক রোগের প্রাদুর্ভাব কে কমিয়ে অর্থনৈতিক বিপর্যয়মুক্ত, ধর্ম, বর্ণ, আয়, লিঙ্গ, বয়স ভেদে সবাইকে স্বাস্থ্যবান রাখা সম্ভব

ইউনিভার্সেল হেলথ কাভারেজ” (UHC) ডে উপলক্ষে, পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএইচএফবিডি) বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় ভিআইপি লাউঞ্জে ১২ ডিসেম্বর ২০১৬ইং সোমবার সকাল ১০.০০ ঘটিকায় গণ মাধ্যম নাগরিক সমাজের সঙ্গে সঙ্গে আলোচনা সভার আয়োজন করে

পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএইচএফবিডি)’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর এম মোজাহেরুল হকের সঞ্চালনায় সভাপতিত্বে আলোচনায় মূখ্য আলোচনার সূত্রপাত করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আইসডিডআরবি এর টেকনিক্যাল ট্রেইনিং শাখার প্রধান ডাঃ আফতাব উদ্দিন

ডাঃ আফতাব তার আলোচনায়ইউনিভার্সেল হেলথ কাভারেজসম্পর্কে নানারকম তথ্য উপাত্ত তুলে ধরার পাশাপাশি এর সম্পর্কে সাম্যক ধারনা দেন যেখানে কোনরকম অর্থনৈতিক বিপর্যয় বা অর্থনৈতিক অনটনে পতিত না হয়ে সামস্টিক স্বাস্থ্যের উন্নয়ন, প্রতিরোধ, চিকিৎসা, পুনর্বাসন এবং প্যালিয়েটিভ সেবা সহ অত্যাবশ্যক এবং মানসম্মত স্বাস্থ্য সেবার নিশ্চয়তা পাওয়া যেতে পারে

গবেষণায় দেখা গেছে, সারা পৃথিবীতে প্রায় ১০০ কোটি মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এবং প্রতিবছর ১৫ কোটি মানুষ স্বাস্থ্য সেবার খরচ মেটাতে গিয়ে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয় এবং গরিব থেকে আরও গরিব হয়ে যায় (দারিদ্রসীমার নিচে চলে যায়)

বাংলাদেশে দরিদ্র সীমার নীচে আছেন প্রায় কোটি ৮০ লক্ষ মানুষ এবং প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লক্ষ মানুষ দারিদ্রতার শিকার হচ্ছে

Bangladesh National Health Accounts (BNHA, 2010) অনুযায়ী যে কোন পর্যায়ের স্বাস্থ্য সেবা গ্রহণের সময় ৬৪% খরচই ব্যবহারকারী নিজেদেরকেই করতে হয় যাকে বলা হয় (Out of Pocket Payment, OOP) অথচ বলা হয় কোন দেশের OOP যদি ২০৩০% এর বেশি হয় তবে সেই দেশকে স্বাস্থ্য খাতে অর্থনৈতিক সুরক্ষায় সমস্যায় জর্জরিত বলা হয়

গবেষণায় আরও দেখা গেছে পৃথিবীর বেশির ভাগ দেশেই স্বাস্থ্য খাতের বাজেটের ২০৪০% অপব্যয় হয় যা নিয়ন্ত্রণে ইউনিভার্সেল হেলথ কাভারেজ ভুমিকা রাখতে পারে

পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সিইও ডাঃ সমীর কুমার সাহা স্বাগত সম্ভাষনের মাধ্যেমে সভার সূচনা করেন। উপস্থিত অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রনালয়ের সাবেক সচিব, জনাব এম এম নাসির নাসির উদ্দিন, জেমস্ পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ব্র্যাক ইউনিভার্সিটির এপিডেমোলোজির অধ্যাপক প্রফেসর ডাঃ মালবিকা সরকার, পিএইচএফবিডি সাবেক সিইও প্রফেসর ডাঃ শারমিন ইয়াসমিন, অ্যাডভোকেট মাহবুবুল আলম, টেকনিক্যাল এ্যাডভাইজার দি ইউনিয়ন সচিব, সেন্টার ফর এন্ড পলিসি এফেয়ার্স ফেইথ বাংলাদেশের ভাইস চেয়ারপার্সন এবং জেন্ডার স্পেশালিষ্ট নিলুফার আহমেদ করিম প্রমুখ

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31