খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোন এর উদ্যেগে আয়োজিত মত বিনিময় সভায় খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুবুল আলম এসজিপি, পিএসসি বিদায়ের প্রাক্কালে বক্তব্যে বলেন, সেনাবাহিনী পাহাড়ে কোন গোষ্ঠি কিংবা দলের সাথে যুদ্ধ করে জয়ের জন্য কাজ করছেনা। সকল সম্প্রদায়ের ভালবাসা জয় করে স্বার্থরক্ষাসহ নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলেই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হবে। পার্বত্য চট্টগ্রামের সকল জনগণের উচিত বর্তমান সরকারের প্রতি ধৈর্য্য ও বিশ্বাস রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ২১ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি জোন সদরে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ূন কবীর, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গগণ ও মহালছড়ি জোনের সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুবুল আলম এসজিপি, পিএসসি এর দায়িত্ব পালন কালে সামরিক কর্ম দক্ষতা ও মহালছড়ি এলাকার শান্তি ও সম্প্রীতি স্থিতিশীল রাখার কৃতিত্বের প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।