শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইনস স্কুল ভবনের ও রোয়াংছড়ি থানা ভবনের উদ্বোধন

বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইনস স্কুল ভবনের ও রোয়াংছড়ি থানা ভবনের উদ্বোধন

বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইনস স্কুল ভবনের ও রোয়াংছড়ি থানা ভবনের উদ্বোধন

॥রাহুল বড়ুয়া ছোটন,বান্দরবান॥  রোহিঙ্গারা যারা ঢুকে পড়েছে আমাদের ভেতরে, মানবিক কারনে তাদেরকে যতটুকু মানবিক সহযোগিতা করার ততটুকু আমরা করছি। আমরা তাদের বলবো, আমরা মিয়ানমারের সাথে কথা বলছি, ভাল সময় সুযোগ হলে তাদেরকে ফিরিয়ে নিতে আমরা কথা বলবো, আমরা বিশ্বাস করি তারা ফিরে যাবে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বান্দরবানে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি শহরের বালাঘাটা পুলিশ লাইনস স্কুল ভবনের  ও রোয়াংছড়ি থানা ভবনের উদ্বোধন  অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে এবং বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে দেশের অনেক উন্নয়ন সাধিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য  চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার শম্পা রানী সাহা, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত , অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার অর্নিবাণ চাকমা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ,গণর্পুত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল মোনিম  সহ অনেকে।
এসময় মন্ত্রী গর্ণপুর্ত বিভাগের অর্থায়নে ২ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায়ে বালাঘাটা পুলিশ লাইনস স্কুল ভবনের ও রোয়াংছড়ি থানা ভবনের উদ্বোধন করেন।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …