শিরোনাম
প্রচ্ছদ / বান্দরবান / বান্দরবানে পাহাড় কাটা রোধ বিষয়ক সভায় বক্তারা পাহাড় কাটার কুফল সর্ম্পকে আমাদের সচেতনতা তৈরী করতে হবে

বান্দরবানে পাহাড় কাটা রোধ বিষয়ক সভায় বক্তারা পাহাড় কাটার কুফল সর্ম্পকে আমাদের সচেতনতা তৈরী করতে হবে

বান্দরবানে পাহাড় কাটা রোধ বিষয়ক সভায় বক্তারা
পাহাড় কাটার কুফল সর্ম্পকে আমাদের সচেতনতা তৈরী করতে হবে

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ “পাহাড় কাটা রোধ করুন , সুন্দর সমৃদ্ধ দেশ গড়–ন ” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পাহাড় কাটা রোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসন ও পাহাড় কাটা প্রতিরোধ কমিটির আয়োজনে পাহাড় কাটা নিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর  সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চেীধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, সদর উপজেলা চেয়াম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান পৌরসভার সচিব তোহিদুল ইসলাম, স্থানীয় সরকারী বেসরকারী কর্মকর্তাগণসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা।
আলোচনা সাভায় বক্তারা বলেন“ বান্দরবানের এই অপরুপ দৃশ্যকে নিয়ে দেশ বিদেশের মানুষের জাগে নানা স্বপ্ন আর আশা প্রকৃতির সাথে মিলে থাকা এই পাহাড় ঘেরা বান্দরবান মুগ্ধ করেছে পর্যটকদের। পার্বত্য অঞ্চলকে দেশ ও বিদেশের বুকে পরিচিত করে দিয়েছে সবুজ ছায়া ঘেরা এই পাহাড়। যার নীবির সৌন্দর্যে বিমুগ্ধ ভ্রমণপিয়াসীরা। প্রতিবছর এই পাহাড়ের সৌন্দর্য দেখার  জন্য আসে হাজারো পর্যটক। আর তার মাধ্যমে আর্থিক ভাবে লাভবান হচ্ছে আমাদের পাবর্ত্য অঞ্চলের ব্যবসায়ী সেক্টর এবং সমৃদ্ধ হচ্ছে দেশ। কিছু  কুচক্র মহলের কারণে আজ আমাদের পার্বত্য অঞ্চলের পরিবেশের বিপজ্জয় ডেকে আনছে প্রতিমুহুত্তে। এই ভাবে পাহাড় কাটা হলে এক র্পযায়ে আমাদের বান্দরবানের সৌন্দর্য্য বিলিন হয়ে যাবে। পাহাড় কাটার কারণে বর্ষার সময় বৃষ্টির পানি প্রভাবিত হওয়ার সাথে সাথে ঘটে নানা প্রকার র্দূঘটনা। তাই এই সব পাহাড় কাটার কুচক্রমহল থেকে দেশকে রক্ষা করার জন্য জনসাধারণের মাঝে পাহাড় কাটার কুফল সর্ম্পকে সচেতনতা তৈরী করার লক্ষ্যে কাজ করতে হবে।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …