পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে দল মত ভুলে সরকারকে সহযোগিতা করতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলোর প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি আওয়ামীলীগ সরকারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে। তিনি বলেন, ইতিমধ্যে চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়ন হয়েছে। আগামী দিনে এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ রুপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল শুক্রবার সকালে স্থানীয় রাজার মাঠে বিনামূল্যে এই চিকিৎসা শিবির, শীতবস্ত্র বিতরন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান সেনারিজিয়নের উদ্যোগে দুর্গম পাহাড়ের প্রায় হাজারেরও অধিক দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসায় বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন পিএসসি, জোন কমান্ডার লে:কর্ণেল গোলাম হায়দার মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সহ স্থানীয় জন-প্রতিনিধি এবং প্রশাসনের গুরুত্বপূর্ন ব্যক্তিরা। চিকিৎসা শিবিরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
এসময় মেডিসিন, ডেন্টাল, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা প্রদান করা হয়। শেষে গরীব ও অসহায়দের মাঝে এক হাজার পিচ কম্বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের বই-খাতা,স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে বান্দরবান সেনারিজিয়ন।