আলোকচিত্র বিষয়ক পত্রিকা পোট্রেট ও বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে বান্দরবানে ২দিন ব্যাপী ডিজিটাল ফটোগ্রাফী বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদের এসিল্যান্ড নুর এ জান্নাত রুমি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া মাষ্টার, একেএম জাহাঙ্গীর, পোট্রেট এর সম্পাদক রুপন চক্রবর্তী, প্রশিক্ষক হাবিব চৌধুরী মিঠু, রনি দাশ, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ছবি কথা বলে, এই বাক্যটি দ্রুব সত্য। ক্যামেরা ধরে ছবি তুললে হবে না। ছবি তোলার আগে মনস্থির করতে হবে কিভাবে ছবি তুলতে একটি ছবি হবে। ফটোগ্রাফারের মননশীলতা ছবি তোলার ক্ষেত্রে বড় ভুমিকা পালন করে। একই ছবি দু’জনে তুললো কিন্তু একই ফ্রেমের ছবি দু’ধরনের হবে যদি সে মনোযোগ সহকারে ছবি তোলে। তিনি এই ফটো কর্মশালার সাফল্য কামনা করেন। উক্ত কর্মশালায় সাংবাদিকসহ বিভিন্ন পেশার ২০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।