মাটিরাঙ্গায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
॥ মাটিরাঙ্গা প্রতিনিধি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের চেয়ারম্যানপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ জাতি কোন দিনও ভুলবেনা। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে নানা প্রদক্ষেপ গ্রহন করেছে। আমাদেরও উচিৎ তাদের যথাযথ সম্মান করা।
এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামশের উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম. মশিউর রহমান, পৌর মেয়র মোঃ শামসুল হক, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলার আয়োজক মাধব বনিক জানান, আগমী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।