॥ মাটিরাঙ্গা প্রতিনিধি ॥ নানা আয়োজনে পালিত হলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুর ১২ টার দিকে জোন সদরের সুসজ্জিত প্যান্ডেলে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন, সেকেন্ড লেফটেনেন্ট উইদাদ ইসলাম নিলয় ও এসএম নজরুল ইসলামকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী‘র কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল অনুষ্ঠানের শুভ সূচনা করেন ২৪ আর্টিলারী ব্রিগেড়ের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান। এসময় প্রধান অতিথি ১৭ ফিল্ড রেজিমেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বি, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. আবুল কালাম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পদস্থ সামরিক–-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।